সমবায় কার্যক্রমের সফলতার জন্য সমবায় সমিতি আইন ও বিধিমালা, সমবায় সমিতি পরিচালনা সংক্রান্ত সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা এবং আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফেনীতে সমবায় সমিতির সদস্যদেরকে ট্রেড-ভিত্তিক প্রশিক্ষণ, সমিতির হিসাব সংরক্ষণ ও বিভিন্ন আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণসহ কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্ণিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে জেলা সমবায় কার্যালয়ের নিকট প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক সমবায়ীদের তালিকা প্রেরণের জন্য পত্র প্রেরণ করা হয়। জেলা সমবায় অফিসার উপজেলা সমবায় অফিসারগণের নিকট থেকে তালিকা সংগ্রহ করতঃ মনোনয়ন পূর্বক সমবায়ীদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রেরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস