Wellcome to National Portal
Welcome to District Cooperative Office, Bandarban Hill District information portal. The contact address is given in the information portal. Can contact for any service or information. thank you
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

সমবায়কে সাধারন জনগণের র্আথ-সামাজিক উন্নয়নের একমাত্র পন্থা হিসাবে সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য জেলা সমবায় কার্যালয়, বান্দরবান কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের উদ্দেশ্যে বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের সৃষ্টিশীল প্রয়াসের ফলে সমবায়কে সাধারন মানুষের আরো কাছাকাছি পৌছে দিতে বান্দরবান পাবর্ত্য জেলায় উৎপাদনমূখী ও সেবাধর্মী সমবায় সমিতি গঠন ও নিবন্ধন সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন, বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালনে সক্ষম হয়েছে। বিগত ০৩ বৎসরে ২০০ টি সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে এবং ৫,৫০০ জন সমবায়ীকে সদস্যভূক্ত করা হয়েছে। এছাড়া ১৮৮০ জন সমবায়ীর দক্ষতা উন্নয়নে চাহিদা ভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ‘‘ঘূর্ণায়মান ঋণ ’’প্রকল্পের আওতায় ২০০৫-০৬ সনে প্রাপ্ত ৭,৫৩,৫০০/- (সাত লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত) টাকা বিগত ০৩(তিন) বছরে ৫০ টি সমিতির ৫০০ জন সদস্যকে ক্রমপুঞ্জিভূত ৫২,৯৮,৫০০/ - টাকা (বায়ান্ন লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) ঋণ হিসেবে বিতরণ করে ৩,৫০০ টি পরিবারের সদস্য এ সুবিধা ভোগ করেছেন এবং প্রায় ১৫০ জন সমবায়ীর স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং প্রায় ৩০০০ জন সমবায়ী স্ব-কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এছাড়া জাতীয় সমবায় দিবস ও বিভিন্ন উন্নয়ন মেলায় অত্র জেলার সমবায়ীদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মেলায় স্টলে সমিতির মাধ্যমে উৎপাদিত মোমবাতি ও হস্তশিল্পজাতছাড়াও  বিভিন্ন পণ্য সামগ্রীর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।